বিএনপির অবরোধে সরব আওয়ামী লীগ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, ঢাকা 
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর ডাকা ৪র্থ দফা অবরোধের প্রতিবাদে সতর্ক অবস্থানে রয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রোববার (১২ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এমন অবস্থা দেখা যায়।

বিজ্ঞাপন

এসময় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ, সেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সতর্ক অবস্থানে দেখা যায়।

অবস্থান কর্মসূচিতে আওয়ামী লীগ সভাপতি মন্ডলী সদস্য কামরুল ইসলাম যোগ দিয়ে বিএনপি'র উদ্দেশ্যে বলেন, আপনারা অবরোধের পথ পরিহার করে নির্বাচনে আসুন। নির্বাচনই ক্ষমতার পালা বদলের একমাত্র পথ।

বিজ্ঞাপন

অবস্থান কর্মসূচিতে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মেজবাউল হক সাচ্চু বলেন, বিএনপি'র ঢাকা অবরোধ জনগণ প্রত্যাখ্যান করেছে। তাই আগামী নির্বাচনে বিপুলভাবে নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করবে বলে আশা প্রকাশ করেন।


এ সময় আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ সভাপতি হেদায়েতুল ইসলাম স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিরাজ হোসেন, সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির আইন বিষয়ক সম্পাদক অ্যাড. মোহাম্মদ জগলুল কবির, দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক চৌধুরী সাইফুন্নবী সাগর, সহ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া সরেজমিনে ঘুরে দেখা যায়, রাজধানীর যাত্রাবাড়ী, শনির আখড়া, দয়াগঞ্জ, গেন্ডারিয়াসহ বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে রয়েছে। অবস্থানরত নেতাকর্মীদের কারো কারো হাতে লাঠি দেখা গেছে।