মাঝরাতে ফেনী বিএনপির আহবায়ক আটক

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, ফেনী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহারকে আটক করেছে র‍্যাব-৭।

বুধবার (১৫ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে তাকে আটক করে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বার্তা২৪.কমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

গ্রেফতারের পর বাহারকে ফেনী মডেল থানায় হস্তান্তর করেছে র‍্যাব-৭। তবে তাকে কোথায় থেকে আটক করা হয়েছে বা কোন মামলায় গ্রেফতার দেখানো হবে এ ব্যাপারে এখনো কিছু জানায়নি র‍্যাব ও পুলিশ।

গ্রেফতারের নিন্দা জানিয়ে ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, পুলিশ এত নির্লজ্জ ও নিম্নপর্যায়ে নেমে গেছে এবিষয়ে কিছু বলার নেই। তারা দলের সক্রিয় ও শীর্ষ নেতাদের টার্গেট করে জেলে বন্দী করার মিশনে নেমেছে। গত এক সপ্তাহে জেলার সকল শীর্ষ নেতাদের গণহারে গ্রেফতার করছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, পুলিশ প্রশাসন ২০১৮ সালের মতো একটি নির্বাচনের দিবা স্বপ্ন দেখছে। ফেনীর পুলিশ প্রশাসন মনে হচ্ছে পাইকারি দরে বিক্রি হয়ে গেছে। তবে এসব করে ফেনী নয়, সারাদেশেও আন্দোলনের গতিপথ আটকানো যাবেনা। আর ফেনী হলো আন্দোলনের নগরী। এখানে আন্দোলন অতীতেও হয়েছে, এখনো হচ্ছে এবং আগামীতেও দুর্বার আন্দোলন হবে।