দ্বিতীয় দিনের মতো শুরু আ. লীগের মনোনয়নপত্র বিক্রি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

দ্বিতীয় দিনের মতো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে।

রোববার (১৯ নভেম্বর) সকাল দশটায় গুলিস্তানের ২৩ বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে দ্বিতীয় ও তৃতীয় তলায় মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে। চলবে বিকাল ৪টা পর্যন্ত।

বিজ্ঞাপন

আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রির জন্য ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রামের বিভাগ কার্যালয়ের দ্বিতীয় তলা আর রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশালের বিভাগের জন্য তৃতীয় তলা নির্ধারণ করা হয়েছে। আর সকল বিভাগের মনোনয়ন ফরম জমা নেওয়া হচ্ছে নিচ তলায়।

উল্লেখ্য, আওয়ামী লীগ প্রথম দিনে সরাসরি ও অনলাইনে মিলে ১০৬৪টি মনোনয়নপত্র বিক্রি করেছে। যা থেকে আয় হয়েছে ৫ কোটি ৩২ লাখ টাকা। আগামী মঙ্গলবার (২১ নভেম্বর) পর্যন্ত মনোনয়নপত্র বিক্রি করবে দলটি। 

বিজ্ঞাপন