রওশন-কাদের বৈঠকে কি আলোচনা হয়েছে জানেন না জাপা মহাসচিব

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

রওশন-কাদের বৈঠকে কি আলোচনা হয়েছে জানেন না জাপা মহাসচিব

রওশন-কাদের বৈঠকে কি আলোচনা হয়েছে জানেন না জাপা মহাসচিব

রওশন এরশাদ ও জিএম কাদেরের মধ্যে অনুষ্ঠিত বৈঠক পারিবারিক বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু ।

রোববার (২৬ নভেম্বর) জাতীয় পার্টির বনানী কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

২৫ নভেম্বর রাত ৯টায় রওশন এরশাদের বাসায় গিয়ে সাক্ষাৎ করেন জিএম কাদের। ওই বৈঠকে কি আলোচনা হয়েছে সে বিষয়ে জানা নেই বলে জানিয়েছেন জাপা মহাসচিব।

জাপা মহাসচিব বলেন, জাতীয় পার্টিতে বিন্দুমাত্র মতপার্থক্য নেই। সকলেই জিএম কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছে। অন্য যে কোন নির্বাচনের তুলনায় এবার অনেক বেশি দলীয় মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। কমবেশি ৩০০ আসনেই মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। রোববার (২৬ নভেম্বর) মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শেষ হচ্ছে। আগামীকালের মধ্যে প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে।

বিজ্ঞাপন

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রওশন এরশাদ আমাদের মুরুব্বি পার্টির প্রধান পৃষ্ঠপোষক, ওনার জন্য সবকিছু করা হবে। উনি যখন চাইবেন মনোনয়ন ফরম নিতে পারবেন, প্রয়োজনে তার বাসায় পৌঁছে দেওয়া হবে।

গত ২০ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত মনোনয়ন প্রত্যাশীদের নিকট দলীয় ফরম বিতরণ করে জাতীয় পার্টি। মনোনয়ন ফরম বিতরণ শেষ হলেও রওশন এরশাদ কিংবা তার সন্তান সাদ এরশাদসহ অনুসারীরা কেউই পার্টির মনোনয়ন ফরম তোলেন নি। অবশ্য আগে ভাগেই রওশন অনুসারীদের মনোনয়ন ফরম না দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে রাখেন জিএম কাদের।