ফেনীর ৩ আসনে জাপা'র প্রার্থী যারা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, ফেনী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবিঃ বার্তা২৪.কম

ছবিঃ বার্তা২৪.কম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ফেনীর ৩ আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি।

সোমবার (২৭ নভেম্বর) বিকেলে রাজধানীর বনানীতে অবস্থিত জাতীয় পার্টির চেয়ারম্যান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

বিজ্ঞাপন

এতে ফেনী-১ আসনে শাহরিয়ার ইকবাল, ফেনী-২ আসনে ইঞ্জিনিয়ার খন্দকার নজরুল ইসলাম ও ফেনী-৩ আসনে লে: জেনারেল (অব:) মাসুদ উদ্দিন চৌধুরী দলীয় মনোনয়ন পেয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে অংশ নিতে ফেনীর ৩টি আসন থেকে জাপা'র মোট ৮ প্রার্থী দলীয় মনোনয়ন সংগ্রহ করেন। এদের মধ্যে ফেনী-১ আসন থেকে ৩ জন, ফেনী-২ আসন থেকে ৩ জন এবং ফেনী-৩ আসন থেকে ২ প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেন।

বিজ্ঞাপন

গতকাল সংসদীয় ৩০০ আসনের মধ্যে ২৮৯টির প্রার্থীর নাম ঘোষণা করে জাতীয় পার্টি। বাকি ১১টি আসনে প্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব।