এমপি হওয়ার আশায় চেয়ারম্যানের পদ ছাড়লেন শামসুল

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে এবার বাকেরগঞ্জ উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম চুন্নু। বুধবার (২৯ নভেম্বর) সকালে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিবের কাছে উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের পত্রটি দেওয়া হয়েছে। যা রিসিভ করিয়ে অনুলিপি বরিশালের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। বৃহস্পতিবার তা জমা দেওয়া হবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, বুধবার দুপুর পর্যন্ত বরিশাল-৬ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১১ জন। এখানে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হচ্ছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মেজর জেনারেল (অব.) আবদুল হাফিজ মল্লিক।