দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক এমপি রবি

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাতক্ষীরা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪.কম

ছবি: বার্তা ২৪.কম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা ২ আসনে দলীয় মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন তুলেছেন সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সাতক্ষীরা জেলা প্রশাসক এর কক্ষে সাবেক এমপি রবির পক্ষে মনোনয়ন পত্র জমা দেন মাহফুজুর রহমান।

বিজ্ঞাপন

এ সময় তার সঙ্গে সাবেক এমপি রবির অনুসারী কয়েক নেতা ও স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাবেক এমপি রবি সাতক্ষীরা সদর-২ আসনের টানা দুই বারের সংসদ সদস্য। এবারের নির্বাচনে অংশ নিতে তিনি দলীয় মনোনয়ন চেয়েও পাননি। দলের মনোনয়ন পেয়েছেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু।

সাবেক এমপি মনোনয়ন না পাওয়ায় গত দুই দিন তার অনুসারীরা নীরব ছিলেন। তিনি নির্বাচন করবেন না, উপজেলায় এমন প্রচারণাও ছিল।

নিজের কিছু ভুল রয়েছে বলে স্বীকার করে উন্নয়নের জন্য এলাকাবাসীর পাশে থাকার ঘোষণা দেন তিনি। সে সময় নিজের প্রার্থীতার ঘোষণা দেননি তিনি। তবে আজ দুপুরে মনোনয়নপত্র তোলায় তার প্রার্থীতা নিয়ে ধোঁয়াশার অবসান ঘটে।

সাবেক সংসদ সদস্য রবির পক্ষে মনোনয়নপত্র তোলার বিষয়ে মাহফুজুর রহমান বলেন, সাবেক সংসদ সদস্যের নির্দেশেই তিনি মনোনয়নপত্র তুলেছেন।

তিনি দাবি করেন, তাদের পক্ষে দলের ৮০ শতাংশ নেতা-কর্মী আছেন। দলের কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সাবেক এমপি রবি।