স্বতন্ত্র প্রার্থী হতে উপজেলা চেয়ারম্যানের পদ ছাড়লেন আবু তৈয়ব

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান এইচ.এম আবু তৈয়ব স্বতন্ত্র প্রার্থী হতে উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন।

বুধবার (২৯ নভেম্বর) সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ সচিব বরাবরে তিনি পদত্যাগ পত্র জমা দেন৷

বিজ্ঞাপন

বৃহস্পতিবার আবু তৈয়ব নিজেই পদত্যাগের বিষয়টি বার্তা২৪.কম-কে নিশ্চিত করেছেন।

উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব জয়লাভ করেছিলেন৷ তিসি চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগে সাধারণ সম্পাদক ছিলেন।

আবু তৈয়ব আজ বিকেলে ফটিকছড়ি উপজেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর তার মনোনয়ন ফরম জমা করার কথা রয়েছে।

বিজ্ঞাপন

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে এবার আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি। তবে, এ আসনের সংসদ সদস্য তরিকত ফেডারেশন চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী৷ জোটগত কারণে নজিবুল মাইজভান্ডারীকে নৌকা ছেড়ে দিতে হতে পারে সনিকে।