ভূপেন্দ্র ভৌমিক দোলনের কিশোরগঞ্জ-১ আসনে মনোনয়নপত্র দাখিল

  • নিউজ ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ভূপেন্দ্র ভৌমিক দোলনের কিশোরগঞ্জ-১ আসনে মনোনয়নপত্র দাখিল

ভূপেন্দ্র ভৌমিক দোলনের কিশোরগঞ্জ-১ আসনে মনোনয়নপত্র দাখিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভূপেন্দ্র ভৌমিক দোলন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জ জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে গণতন্ত্রী পার্টির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন তিনি। মনোনয়নপত্র গ্রহণ করেন রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ।

বিজ্ঞাপন

ভূপেন্দ্র ভৌমিক দোলনের মনোনয়নপত্র জমা দেওয়ার সয়য় উৎসব মুখর পরিবেশে গণতন্ত্রী পার্টির কিশোরগঞ্জ জেলা কমিটির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন খান মিল্কি আরজু, বীর মুক্তিযোদ্ধা হাজী হাবিবুর রহমান মুক্তু, এডভোকেট পরিতোষ চক্রবর্তী মানিক, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গাজী এনায়েতুর রহমান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক চৌধুরী আলমাস, সম্পাদক মণ্ডলীর সদস্য এডভোকেট গৌরাঙ্গ সরকার, শাহজাহান আকন্দ, এডভোকেট অনুপম দেবনাথ, এডভোকেট রুপক রন্জন রায়, এডভোকেট শামছুন নাহার কাজল, এডভোকেট শিল্পী রাণী সাহা, এডভোকেট সুদীপ্ত সাহা দীপ, জেলা কমিটির সদস্য আবুল মনসুর লনু, দেলোয়ার হোসাইন নানক, সেলিম রেজা পিন্টু, মাসুদ মিয়া, মুক্তু মিয়া, এডভোকেট মদিনা বেগম, রশিদ মিয়া এবং তার স্ত্রী মানবাধিকার নেত্রী এডভোকেট মায়া ভৌমিকসহ শত শত নেতাকর্মী, সমর্থক শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন।