‘আ.লীগের সঙ্গে জাপার বৈঠক আসন বণ্টন নিয়ে নয়’

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বুধবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় জাতীয় পার্টির নেতাদের বৈঠক হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু। তবে আসন ভাগাভাগি বিষয়ে নয় নির্বাচনের পরিবেশ নিয়ে আলোচনা হবে।

বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

জাপা মহাসচিব এক প্রশ্নের জবাবে বলেন, গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের কোন বৈঠক হয়নি বলে জানান তিনি।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) ১৪ দলীয় জোটের দুই শরীকের সঙ্গে বৈঠক শেষে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেছিলেন, ১৪ দলের শরিকদের আসন ভাগাভাগির বিষয়টি জাতীয় পার্টির সঙ্গে আলোচনা সাপেক্ষে নির্ধারিত বুধবার জাতীয় পার্টির সঙ্গে আলোচনা করবে আওয়ামী লীগ। জোটের আসন বিন্যাস ও প্রার্থী চূডান্ত করতে ১৭ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে।

বিজ্ঞাপন