নতুন কর্মসূচি ঘোষণা বিএনপি'র

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

রুহুল কবির রিজভী

রুহুল কবির রিজভী

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আগামী রোববার (১০ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শুক্রবার (৮ ডিসেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন।

বিজ্ঞাপন

রিজভী বলেন, আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে আগামী রোববার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হবে। এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

তিনি আরও বলেন, ‘বিদেশিদের কাছে নিজেকে গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী দেখাতেই ৭ জানুয়ারির নির্বাচন করছেন শেখ হাসিনা। এই নির্বাচন জনগণের সঙ্গে ঠাট্টা ছাড়া আর কিছুই নয়।

বিজ্ঞাপন

নানান লোভ দেখিয়ে বিরোধীদের দল ভাঙার চেষ্টাও ব্যর্থ হয়েছে হয়েছে দাবি করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আওয়ামী লীগ নিজেদের লুটপাট ঢাকতেই সুষ্ঠু নির্বাচন দিচ্ছেন। যে-ই শান্তিপূর্ণ নির্দলীয় নির্বাচনের কথা বলবে, সে-ই শেখ হাসিনা সরকারের কাছে নাশকতাকারী বলে চিহ্নিত হবে। নিজের দলের লোক হলেও আওয়ামী লীগের কাছ থেকে নিস্তার পায় না।

গুম, খুন, গায়েবি মামলায় গ্রেফতার ও মানবাধিকার লঙ্ঘনের শিকার দলীয় নেতাকর্মী ও নাগরিকদের পরিবারের সদস্যরা মানববন্ধনে অংশ নেওয়ার কথা রয়েছে।