রাজশাহী-৫ আসনের জাপা প্রার্থীর বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ,বার্তা২৪.কম, রাজশাহী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবিঃ বার্তা২৪.কম

ছবিঃ বার্তা২৪.কম

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের জার্তীয় পার্টির মনোনীত প্রার্থী আবুল হোসেনের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। 

বুধবার (১৩ ডিসেম্বর) রাত এগারটার দিকে পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের ভূবননগর এলাকায় এই হামলার ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান।

বিজ্ঞাপন

তিনি জাতীয় পার্টির প্রার্থী অধ্যাপক আবুল হোসেনের ভাতিজার বরাত দিয়ে বলেন, জাতীয় পার্টির প্রার্থী অধ্যাপক আবুল হোসেন। রাতে কয়েকজন দুর্বত্ত এসে বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। ভয়-ভীতি দেখানোর জন্য এমন ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি সাথে সাথে স্থানীয় ব্যক্তিরা দেখতে পান। কোনো ধরনের দুর্ঘটনা ঘটার আগেই আগুন নিয়ন্ত্রণে আনে এলাকাবাসী। এতে কেউ হতাহত হয়নি।

বর্তমানে আবুল হোসেন রাজশাহীতে শহরের বাসায় অবস্থান করছেন। সকালে তার গ্রামের বাড়িতে যাবেন। এ বিষয়ে তিনি পুলিশকে অবহিত করেছেন। ঘটনা শোনার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গেছে। এরপরে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

বিজ্ঞাপন