২৪ বছরে দেশে সুশাসন নিশ্চিত হয়নি: খলিলুর রহমান

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (ঢাকা)
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

১৯৯০ সালের পর গত ২৪ বছরে দেশে সুশাসন নিশ্চিত হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের রাজনৈতিক উপদেষ্টা ও রাজনৈতিক সচিব খলিলুর রহমান।

শনিবার (১৬ ডিসেম্বর) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

খলিলুর রহমান বলেন, যে কথা বলে সেদিন আমাদের নেতা হুসেইন মুহাম্মদ এরশাদ ক্ষমতা হস্তান্তর করেছিল। কিন্তু ১৯৯০ সালের পরে যে দুটি দল ক্ষমতায় এসেছে তারা সুশাসন নিশ্চিত করে নাই।

তিনি বলেন, আমরা দেখেছি আমাদের রাজনৈতিক নেতা এরশাদ দীর্ঘ ৯ বছর শাসন করেছেন। তখন এদেশে সুশাসন ছিল, দেশের মানুষ অধিকার পেয়েছেন, উন্নয়ন পেয়েছেন। এই সাভার স্মৃতিসৌধ হুসেইন মুহাম্মদ এরশাদ করেছেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আমরা মনে করি আগামী দিনে জাতীয় পার্টি যদি ক্ষমতায় আসে তাহলে এই দেশে ভোটের অধিকার, ভাতের অধিকার গণকণ্ঠ আমরা ফিরিয়ে দেবো। জাতীয় পার্টি সবসময় মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি এবং মুক্তিযুদ্ধের সপক্ষের দল। জাতীয় পার্টি মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে।