‘এতদিন চুপ ছিলাম, আজ মায়ের কোলে বসে কথা বলছি’

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জাতীয় পার্টির চেয়ারম্যান এবং রংপুর-৩ আসনের প্রার্থী গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, নির্বাচনের প্রচারণায় জাপা প্রার্থীকে উপস্থিত থেকে গণসংযোগ করার প্রয়োজন নেই। রাজনৈতিক পট পরিবর্তন হওয়ার কারণে আমি এতদিন ঢাকায় কথা বলিনি। আজ মায়ের কোলে বসে কথা বলছি।

শনিবার (২৩ ডিসেম্বর) রংপুর নগরীর পার্টি অফিসে সাংবাদিক ও কর্মীদের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অস্বাভাবিক। কিন্তু এই নির্বাচন কমিশনের কাছে আস্থা আছে বলেই আমরা নির্বাচনে যাচ্ছি।

এর আগে সকালে পল্লী নিবাসে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের কবর জিয়ারত এবং মুন্সিপাড়া কবরস্থানে বাবা-মার কবর জিয়ারত করেন তিনি।

বিজ্ঞাপন

বিকেলে রংপুর-৩ আসনে পাগলাপীরে জনসংযোগের মধ্য দিয়ে মাঠ পর্যায়ের প্রচার-প্রচারণা শুরু করবেন তিনি।