‘মানুষ নির্ভয়ে ভোট দিতে পারলে লাঙ্গলের বিজয় সুনিশ্চিত’

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

সাধারণ মানুষ নির্ভয়ে ভোট দিতে পারলে লাঙ্গলের বিজয় সুনিশ্চিত বলে মন্তব্য করেছেন ঢাকা-১৮ আসনে জাতীয় পার্টির প্রার্থী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের এমপি।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে উত্তরার জসিমউদদীন আরএকে টাওয়ার এলাকায় গণসংযোগকালে এমন মন্তব্য করেন ।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আমরা চাই ভোটাররা যেন তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন। নির্বাচন নিয়ে মানুষের মাঝে যেন কোন ভয় না থাকে। মানুষ যেন নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। আমরা নির্বাচনে শঙ্কাহীন পরিবেশ চাই। সরকার ও নির্বাচন কমিশনকে ভোটের স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, বিজয়ী হতে পারলে রাস্তা ঘাট উন্নয়ন করব, ঢাকা-১৮ আসনের সব মানুষের জন্য সকল অধিকার নিশ্চিত করব। আমারা গণমানুষের সাথে আছি, কোন অপশক্তি আমাদের পথচলা রোধ করতে পারবে না।

বিজ্ঞাপন

পরে উত্তরা টাওয়ার, নিগার প্লাজা, রাজলক্ষ্মী কমপ্লেক্স, কুশল সেন্টার, এইচএম প্লাজা, আমির কমপ্লেক্স ও রাজউক কমার্শিয়াল মার্কেট এবং পার্শ্ববর্তী এলাকায় গণসংযোগ করেন শেরীফা কাদের এমপি।