ভোট বর্জনের লিফলেট বিতরণের সময় আটক ৩

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

ভোট বর্জনের লিফলেট বিতরণের সময় রংপুর নগরীতে অনিবন্ধিত রাজনৈতিক দল আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) তিন সদস্যকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ।

বিজ্ঞাপন

এর আগে গতকাল বুধবার রাতে নগরীর কামারপাড়া ঢাকা কোচ স্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- নগরীর তাজহাট আশরতপুর চকবাজার এলাকার মৃত আব্দুস সালামের ছেলে হাসিব ওরফে ফিরোজ (৩৪), আশরতপুর ঈদগাহ মাঠ এলাকার মকবুল হোসেনের ছেলে ফজলুল করিম (৪০) ও আশরতপুর পার্কের মোড় এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মাহফুজার রহমান (৩৩)।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নগরীর কামারপাড়া ঢাকা কোচ স্ট্যান্ড এলাকায় ভোট বর্জনের আহ্বানে নির্বাচন বিরোধী লিফলেট বিতরণ করছিল এবি পার্টির সদস্যরা। খবর পেয়ে সেখানে তিনজনকে হাতেনাতে আটক করে পুলিশ। পরে তাদের কোতোয়ালি থানায় নেওয়া হয়।

কোতোয়ালি থানার ওসি মোন্তাছের বিল্লাহ বলেন, নির্বাচন বিরোধী লিফলেট বিতরণ করায় তিনজনকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে। তারা সবাই এবি পার্টির সদস্য। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।