৭ জানুয়ারি দেশে কোনো ভোট হবে না: ১২ দলীয় জোট

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

৭ জানুয়ারি দেশে কোনো ভোট হবে না বলে মন্তব্য করেছেন ১২ দলীয় জোটের নেতারা।

শনিবার (৬ জানুয়ারি) রাজধানীর প্রেসক্লাবের সামনে ১২ দলীয় জোট কর্তৃক আয়োজিত সমাবেশে দলের শীর্ষ নেতারা এসব কথা বলেন।

বিজ্ঞাপন

নেতারা বলেন, আওয়ামী লীগ সরকার দেশে অগ্নিসন্ত্রাসের আমদানি ও চর্চা করে, আর দোষ দেওয়া হয় বিরোধী দলের ওপর।

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে নেতারা বলেন, তিনি যে পাতানো খেলা শুরু করেছেন, তা কখনোই সফল হবে না। জনগণ এ নির্বাচন মেনে নিবে না। তিনি জোয়ার দেখেছেন, কিন্তু ভাটা দেখেননি। আপনি (শেখ হাসিনা) এই সাজানো নাটক বন্ধ করে জনগণের দাবি মেনে নিন। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ার মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনুন।

বিজ্ঞাপন

সমাবেশে উপস্থিত ছিলেন ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম, সমন্বয়কারী রাশেদ প্রধান প্রমুখ।