‘বিএনপির কালো পতাকা মিছিলেও ক্র্যাকডাউন চালাবে সরকার’

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দীর মুক্তির দাবিতে বিএনপির কালো পতাকা মিছিলেও সরকার গত ২৮ অক্টোবরের মতো আবারও ক্র্যাকডাউন চালাবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

সোমবার (২২ জানুয়ারি) বিকেলে ঢাকা রিপোটার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) কর্তৃক আয়োজিত বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘নব্য বাকশালের মূলোৎপাটনে শহীদ জিয়ার রাষ্ট্রদর্শন’ আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

মঈন খান বলেন, সরকার সবসময় বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টা করে। আমরা যখন শান্তিপূর্ণভাবে লিফলেট বিতরণ এবং গণসংযোগ করেছি সেখানেও সরকার বিভিন্নভাবে বাধা দেওয়ার চেষ্টা করেছে। গতকাল আমরা একটি শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা করেছি, যেখানে শান্তিপূর্ণ প্রতিবাদের ভাষা হিসেবে কালো পতাকা প্রদর্শন করব। এর বাইরে তো কিছু না। তবে দেখুন, আজকেই আমাদের ওপর হুমকি এসেছে। তারা (সরকার) এমনটা বলছে যে, আমরা যদি রাজপথে কালো পতাকা মিছিল করি তাহলে আবারও ২৮ অক্টোবরের মতন আমাদের ওপর হামলা করা হবে। আমরা কোন দেশে অবস্থান করছি।

মঈন খান বলেন, আগামী প্রজন্ম যদি আপনাদের কাছে প্রশ্ন করে লক্ষ প্রাণের বিনিমিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল যেজন্য সে বাংলাদেশ এখন কেন নেই। এর জবাব আপনারা কি দিবেন। জনগণের এখন সরকারকে প্রশ্ন করতে হবে কেন তারা দেশ থেকে গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে। বাংলাদেশের ১৮ কোটি মানুষ কি এই বাংলাদেশ চেয়েছিল, এ প্রশ্ন এখন জনগণের করতে হবে। আমরা বিভেদের রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা চাই সবাই মিলে বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাব।

বিজ্ঞাপন

ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, পেশাজীবী পরিষদের সাধারণ সম্পাদক কাদের গণি চৌধুরীসহ ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশের অন্যান্য সদস্যারা।