‘অস্তিত্ব টিকিয়ে রাখতে উপজেলা নির্বাচনে বিএনপির অনেকেই অংশ নেবে’

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অস্তিত্ব টিকিয়ে রাখতে উপজেলা নির্বাচনে বিএনপির অনেকেই অংশ নেবে। দলগতভাবে তারা যাই বলুক না কেন, তৃণমূলে তাদের অস্তিত্ব নিয়ে টিকে থাকার প্রশ্ন আছে। 

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

বিজ্ঞাপন

ওবায়দুল কাদের বলেন, এখন উপজেলা নির্বাচন নিয়েও তাদের মধ্যে দ্বিধা-দ্বন্দ্ব চলছে। স্থানীয় নির্বাচনে আমরা এখন প্রতীক দিয়ে নির্বাচন করছি না। এইজন্য বিএনপির অনেকেই লুফে নেবে। জাতীয় রাজনীতি এবং স্থানীয় রাজনীতি সম্পূর্ণ ভিন্ন ধরনের।  

ওবায়দুল কাদের বলেন, বিএনপি এখন হতাশায় ডুবে আছে। সারাদেশে তাদের নেতাকর্মীরা যারা ক্ষমতা দেখিয়েছিল শেষে দেখা গেল ভুল রাজনীতি, নেতিবাচক রাজনীতি তারা করে যাচ্ছে। নিশ্চয়ই তারা একসময় স্বীকার করবে যে তাদের আন্দোলনে ভুল আছে। এর চেয়েও বড় ভুল তারা নির্বাচনে আসেনি। নির্বাচন বয়কট করা তাদের সবচেয়ে বড় ভুল। আমার বিশ্বাস পার্টির কোনো কোনো নেতার মূল্যায়নে এই বিষয়টি অবিলম্বে আসতে পারে।

বিজ্ঞাপন

বিএনপি আন্দোলনের নামে কত ভয়ংকর হতে পারে, সেটা বার বার তারা প্রমাণ করেছে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এখন তাদের আন্দোলনের অপেক্ষায় আছি আমরা। জনগণের অংশগ্রহণ ছাড়া আন্দোলন সফল হয় এমন নজির পৃথিবীর কোথাও নেই। 

তিনি বলেন, বর্তমানে আমাদের দেশে অর্থনীতি সংকট হয়তো আছে। এটার জন্য আমরা দায়ী নয়। বিশ্বে যুদ্ধ যেভাবে প্রসারিত হচ্ছে তার জন্য দাম বাড়ছে। কিন্তু সরকার দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার চেষ্টা করছে।