সংস্কার কার্যক্রমে অংশীজনের মতামত গ্রহণ ও সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় মূল্যবোধকে প্রাধান্য দিতে হবে। মতভিন্নতা থাকা সত্ত্বেও সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।
তিনি বলেন, শেখ হাসিনার দানবীয় ক্ষমতার হাত থেকে দীর্ঘদিন পর দেশ মুক্ত হলেও ছাত্র-জনতার অভ্যুত্থানের বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র চলছে। ৫ আগস্টের পর কেউ কেউ দানবীয় শক্তি হওয়ার অপচেষ্টায় লিপ্ত। তাদের অনেকে চাঁদাবাজি, দখলবাজি শুরু করেছে। তাদের কেউ কেউ ইসলামি শক্তিগুলোর উত্থান ঠেকাতে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়। এই অপশক্তিকে রুখতে হবে। আর কোনো ফ্যাসিবাদ দেশে প্রতিষ্ঠিত হোক আমরা তা চাই না, জনগণ চায় না। সংস্কার এমন হতে হবে যেন, নতুন করে কেউ ফ্যাসিষ্ট হতে না পারে।
রোববার (২৪ নভেম্বর) চান্দিনা পৌর আধুনিক কমিউনিটি সেন্টারে কুমিল্লা উত্তর জেলা সভাপতি মাওলানা এমদাদ উল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত খেলাফত মজলিস কুমিল্লা উত্তর জেলার কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশ প্রধান বক্তা ছিলেন যুগ্ম-মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী।
ড. আহমদ আবদুল কাদের আরও বলেন, দুর্নীতিসহ জুলুম-নিপীড়ন স্থায়ীভাবে নির্মূলে দেশের আমূল সংস্কার প্রয়োজন, তবে তা সম্ভব একটি ইসলামি রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে। কোরআন-সুন্নাহর বিধান ও খোলাফায়ে রাশেদার আদর্শের আলোকে আমরা বাংলাদেশে জনকল্যাণমূলক সরকার প্রতিষ্ঠা করতে চাই। আমরা চাই সব অনাচার চিরতরে দূরীভূত হোক। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিতে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে কোরআন-সুন্নাহর বিধান বাস্তবায়নের বিকল্প নেই। সব ইসলামি শক্তি ঐক্যবদ্ধভাবে ইসলাম প্রতিষ্ঠার কাজ ত্বরান্বিত করবে, এটা খেলাফত মজলিস কামনা করে। মতভিন্নতা সত্ত্বেও নিজেদের মধ্যে হৃদ্যতার সম্পর্ক থাকবে, কিন্তু ইসলাম ও দেশবিরোধী শক্তির বিরুদ্ধে ইস্পাত কঠিন ঐক্য নিয়ে আমরা এগিয়ে যাবো- ইনশাআল্লাহ।
খেলাফত মজলিস কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মাসউদ খানের পরিচালনায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য মাওলানা নোমান মাজহারী, উজানী ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা মাহবুব এলাহি, খেলাফত মজলিস কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা রুহুল আমিন সাদী, কেন্দ্রীয় সহ-সমাজকল্যাণ সম্পাদক ডা. বোরহান উদ্দিন সিদ্দিকী, ধর্মীয় আলোচক মুফতি আলী হাসান উসামা, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা কাজী আসাদ উল্লাহ, চাঁদপুর জেলা সভাপতি মাওলানা তোফায়েল আহমেদ, কুমিল্লা মহানগর সভাপতি মাওলানা সৈয়দ আব্দুল কাদের জামাল, কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি মাওলানা নুরুল আমীন ভূইয়া, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক আহসান আহমদ খান, ইসলামী যুব মজলিস কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ জমিরুল ইসলাম।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন খেলাফত মজলিস কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ডাঃ যোবায়ের হোসাইন মিয়াজি, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ইয়াসিন আহমদ জাফরী, মতিউর রহমান ফরাজি, মাওলানা নুরুল ইসলাম ফয়েজী, ইসলামী যুব মজলিস কুমিল্লা উত্তর জেলা সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিকী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল ওহাব শিবলী, দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা হাবিবুর রহমান কাফ্বী, ইসলামী যুব মজলিস কুমিল্লা উত্তর জেলা সেক্রেটারি মাওলানা কামাল হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগর উত্তরের বায়তুল মাল সম্পাদক আবরার মাজহারী, কুমিল্লা উত্তর জেলা সভাপতি আব্দুল্লাহ আল মামুন, কুমিল্লা মহানগর সভাপতি মোঃ ইকরামুল হক, সেক্রেটারি মুজাহিদুল ইসলাম জিহাদ, বাইতুল মাল সম্পাদক মোঃ তাহসিন উদ্দিন তাজবি প্রমুখ