টেকনাফের যুবদল নেতাকে তুলে নিয়ে গেল সাদা পোশাকদারীরা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কক্সবাজার
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কক্সবাজার জেলা বিএনপি কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল ও কারানির্যাতিত নেতাকর্মী এবং বিএনপির আন্দোলনে নিহত শহীদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে টেকনাফ উপজেলা যুবদলের সদস্য, হ্নীলা ইউনিয়ন দক্ষিণ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলমকে তুলে নিয়ে গেছে সাদা পোশাকধারী আইন-শৃঙ্খলার বাহিনীর সদস্যরা।

শুক্রবার (২৯ মার্চ) বিকালে ইফতার শেষে কক্সবাজার সমুদ্র সৈকতের কবিতা চত্বর থেকে তাকে তুলে নিয়ে যায়। শাহ আলম রাজনৈতিক মামলার আসামি হলেও জামিনে রয়েছে বলে জানিয়েছে তার পরিবারের সদস্যরা।

বিজ্ঞাপন

ইফতার মাহফিলে যোগ দিতে গিয়ে শাহ আলমকে গ্রেফতার দাবি করে নিন্দা জানিয়েছেন জেলা বিএনপি।

নিন্দা জানিয়ে এক বিবৃতিতে জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক এড. শামীম আরা স্বপ্না বলেন, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপর স্টিমরোলার চালানো হচ্ছে।

বিজ্ঞাপন

কক্সবাজার জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক এড. হাসান সিদ্দিকী প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জেলা বিএনপির নেতৃবৃন্দ ইফতার মাহফিলের মতো প্রোগ্রাম থেকে শাহ আলমকে তুলে নিয়ে যাওয়া অমানবিক বলে দাবি করে নিন্দা জানান এবং দ্রুত শাহ আলমের মুক্তি দাবি করেন।