১৬ মাস পর কারামুক্ত হলেন যুবদল নেতা নীরব

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রায় ১৬ মাস পর জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব।

শুক্রবার (২১ জুন) বিকাল ৩টার দিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।

বিজ্ঞাপন

এ সময় বিএনপি ও যুবদলের শতাধিক নেতাকর্মী কারাফটকে সাইফুল আলম নীরবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

২০২৩ সালের ৩ মার্চ রাজধানীর কারওয়ান বাজারের রেলগেট থেকে তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আটকের পর বিভিন্ন মামলায় সাজা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়। এ সময় ৪ দফায় তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়।

সাতটি মামলায় আদালত সাইফুল আলম নীরবকে সাড়ে ২১ বছরের সাজা দেন বলে জানিয়েছেন তার আইনজীবী ইনজামুল হক সুমন।