সৈয়দপুরে আ.লীগ নেতার হোয়াটসঅ্যাপ হ্যাক করে টাকা দাবি

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নীলফামারী
  • |
  • Font increase
  • Font Decrease

মোকছেদুল মোমিন (৬৫)

মোকছেদুল মোমিন (৬৫)

নীলফামারীর সৈয়দপুরে মোকছেদুল মোমিন (৬৫) নামে এক আওয়ামী লীগ নেতার হোয়াটসঅ্যাপ হ্যাক করেছে হ্যাকাররা। এ ঘটনায় সৈয়দপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।

শনিবার (১৩ জুলাই) রাতে তিনি বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেছেন ।

বিজ্ঞাপন

মোকছেদুল মোমিন সৈয়দপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, সন্ধ্যায় হঠাৎ করেই তার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে বিভিন্ন মানুষের কাছে সমস্যার কথা বলে টাকা চেয়ে মেসেজ করেন হ্যাকাররা।এসময়ে তারা একটি ১১ সংখ্যার বিকাশ নাম্বার ব্যবহার করেন । পরে তিনি বিষয়টি বুঝতে পেরে তার ফেসবুক আইডি থেকে একটি সর্তকীকরণ বার্তা পোস্ট করেন।

এ বিষয়ে মোকছেদুল মোমিন বলেন, আমার হোয়াটসঅ্যাপ নম্বর ক্লোন করে পরিচিত অনেকের কাছে টাকা চাইছে একটি চক্র। যাদের কাছে টাকা চাচ্ছে তাদের সন্দেহ হওয়ায় তারা আমাকে বিষয়টি জানান। পরে নম্বরটি ক্লোন করা হয়েছে বলে বুঝতে পারি। ওই নম্বর থেকে কারো কাছে ফোন গেলে যেন সতর্ক থাকেন।

থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।