আন্দোলনে সাম্প্রদায়িক চক্র অনুপ্রবেশ করেছে: ইনু

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

জাসদ সভাপতি হাসানুল হক ইনু। ছবি: সংগৃহীত

জাসদ সভাপতি হাসানুল হক ইনু। ছবি: সংগৃহীত

রাজধানীসহ সারাদেশে চলমান কোটা বিরোধী আন্দোলনে ‘সাম্প্রদায়িক চক্র অনুপ্রবেশ করেছে’ দাবি করে ১৪ দলের অন্যতম শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর সভাপতি জাসানুল হক ইনু বলেছেন, ‘গত দু’দিন আন্দোলনের যে প্রকৃতি দেখছি তাতে সাম্প্রদায়িক চক্র অনুপ্রবেশেরই বহিঃপ্রকাশ ঘটেছে।’ তবে চলমান আন্দোলনকে আরও সংঘর্ষের দিকে ছড়িয়ে দিতে না দিয়ে সরকারকে এজন্য দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি। 

মঙ্গলবার দুপুরে কোটা আন্দোলনে বিদ্যমান উত্তেজনার মাঝে বার্তা২৪.কম এর সঙ্গে একান্ত আলাপচারিতায় হাসানুল হক ইনু বলেন, ‘অন্তত সপ্তাহ পূর্বেই এ নিয়ে আমার দলের অবস্থান স্পষ্ট করেছি। কোটা সম্পূর্ণ বাতিল নয়, কোটাপদ্ধতি সংস্কারে কমিশন গঠন করতে হবে। কমিশনই বসে ঠিক করবে কত পার্সেন্ট কোটা থাকবে। কোথায় কম-বেশি হবে।’

বিজ্ঞাপন

চলমান আন্দোলনের মাঝে রোববার রাতে প্রধানমন্ত্রীর প্রদত্ত বক্তৃতায় ‘রাজাকার’ শব্দের প্রয়োগে শিক্ষার্থীরা ‘অপমানিত’ বোধ করে নিজেদের স্বঘোষিত ‘রাজাকার’ স্লোগান দেওয়া নিয়ে গতকাল থেকে সামাজিক-রাজনৈতিক পরিমণ্ডলে ও অনলইন-অফলাইনে চলছে তুমুল চর্চা।

চলমান আন্দোলনে অনুপ্রবেশের অভিযোগ তুলেছেন ক্ষমতাসীন দলের অনেকেই। জাসদ সভাপতি এ প্রসঙ্গে বলেন, ‘যেটি দেখতে পাচ্ছি-এই আন্দোলনে বহু মহল প্রবেশ করেছে। সেখানে চিহ্নিত সাম্প্রদায়িক চক্র অনুপ্রবেশ করেছে। কাল থেকে তারই বহিঃপ্রকাশ ঘটেছে; যা দুঃখজনক ও নিন্দাযোগ্য।’

বিজ্ঞাপন

‘সাধারণ ছাত্র-ছাত্রীরা কোটা নিয়ে আন্দোলন করছেন। আশাকরি তার বাইরে কোন রাজনৈতিক বিষয় নিয়ে মাথা ঘামাবেন না। তারা এটাকে তাদের আন্দোলনের বাইরে রাখার চেষ্টা করবেন’-বলেন হাসানুল হক ইনু।

চলমান এই উত্তেজনাকর পরিস্থিতির উত্তরণ কোন পথে হতে পারে, জিজ্ঞাসা ছিল সাবেক এই তথ্যমন্ত্রীর কাছে। এ বিষয়ে অবিলম্বে কোটা নিয়ে কমিশন গঠনে জোর দিয়ে তিনি বলেন, ‘সরকারের পক্ষ থেকে দায়িত্বশীল ব্যক্তিদেরকে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলার সূত্রপাত করা উচিত। সরকারসহ বিভিন্ন মহল যেভাবে বিবৃতি-পাল্টা বিবৃতি দিচ্ছেন- এই পাল্টাপাল্টি বাদ দিয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করুন।’

তিনি বলেন, ‘যতদূর বুঝতে পারছি সরকারও কোটা সংস্কারের পক্ষেই। এখানে দ্বিমতের কিছু নাই। এটা ঝুলিয়ে রাখা দরকার নেই। কমিশন গঠনের ঘোষণা দেওয়া উচিত। সরকারি ছাত্র-ছাত্রীদের প্রতিনিধিদের সঙ্গে বসে তাদের বুঝিয়ে বিষয়টি সমাধানের পথে নিয়ে যাক।’

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরতদের ওপর ছাত্রলীগ নেতা-কর্মীদের হামলার প্রসঙ্গেও কথা বলেন হাসানুল হক ইনু। হামলার নিন্দা জানিয়ে এই রাজনীতিক বলেন, ‘যেকোন মারামারি-হামলা নিন্দাযোগ্য। আমি চাই না এই আন্দোলন আরও সংঘর্ষের দিকে এগিয়ে যাক। এটা রাজনৈতিক পরিস্থিতির জন্য ভালো না। সুতরাং যেকোন হামলার আমরা নিন্দা করি। মারামারির নিন্দা করি। সেটা যে পক্ষ যেভাবেই করুক না কেন।’