শাহবাগে ছাত্রলীগ-যুবলীগের অবস্থান
কোটা আন্দোলনে মুক্তিযুদ্ধ বিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে শাহবাগে অবস্থান নিয়েছে ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা।
বুধবার ( ১৭ জুলাই) সকাল থেকেই শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে তারা এ অবস্থান গ্রহণ করে।
এসময় নেতাকর্মীদের ‘তুমি কে, আমি কে, বাঙ্গালি, বাঙ্গালি’, ‘মুক্তিযুদ্ধের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘জামায়াত-শিবির রাজাকার, এই মূহুর্তে বাংলা ছাড়’, ‘মুজিবের বাংলায়, রাজাকারের ঠায় নাই’ সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।
উল্লেখ্য, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ওপর পুলিশ ও ছাত্রলীগের হামলায় নিহতদের প্রতিবাদে দুপুরে ‘গায়েবানা জানাজা ও কফিন মিছিলের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। এনিয়ে ক্যাম্পাসজুড়ে বাড়ে উত্তেজনা। এর জের ধরেই বিশ্ববিদ্যালয় জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রক্টরিয়াল বডি।
এর আগে, মঙ্গলবার (১৬ জুলাই) কোটা সংস্কার শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে রণক্ষেত্র পরিণত হয়। তাই শিক্ষার্থীদের নিরাপত্তায় বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। সেই সঙ্গে এদিন সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।