নিজের পদত্যাগের প্রশ্নে যা বললেন ওবায়দুল কাদের
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের নয় দফা দাবির মধ্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ আরও কয়েকজনের পদত্যাগের বিষয়ে করা প্রশ্ন এড়িয়ে গেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার (২ আগস্ট) দুপুরে আওয়ামী লীগ সভাপতির রাজধানীর ধানমণ্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের দাবির বিষয় তুলে ধরতে গিয়ে এক সাংবাদিক এমন প্রশ্ন করলে তিনি প্রশ্নের জবাবে সরাসরি কোনো উত্তর দেননি।
আন্দোলনরত শিক্ষার্থীদের ৯ দফা দাবির একটি - "ছাত্র হত্যার দায় নিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে নিজ নিজ মন্ত্রণালয় ও দল থেকে পদত্যাগ করতে হবে।"
সংবাদ সম্মেলনে একজন গণমাধ্যমকর্মী প্রশ্ন করেন, শিক্ষার্থীদের প্রধান দাবি কোটা সংস্কারের। সেটা সরকার মেনে নিয়েছে। এখন তারা ৯ দফা দাবি দিয়েছে। এই ৯ দফার মধ্যে আপনার এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগসহ বেশ কয়েকটা দাবি আছে৷ এ দাবির ব্যাপারে আপনারা কি ভাবছেন?
উত্তরে ওবায়দুল কাদের বলেন, "দেখুন, আমি একটা কথা পরিষ্কার করে বলতে চাই, আমি আজকেও বলেছি, সরকার অলরেডি বিচার বিভাগীর তদন্ত কমিশন গঠন করেছ। এতে তিনজন বিচারপতি, জাতিসংঘসহ যেসব দেশ এই তদন্তের ব্যাপারে আগ্রহ প্রকাশ করবে, আমরা তাদেরকেও স্বাগত জানিয়েছি। তদন্তকাজে তারাও অংশ নিতে পারে৷"
তিনি বলেন, "এখন কে অপরাধী, কে অপরাধী নয়, প্রতিটি হত্যাকাণ্ডের তদন্ত করতে আমরা বদ্ধপরিকর। সেটাও ওই যে তদন্ত কমিশন তার কার্যপরিধির আওতার মধ্যে পড়ে। কাজেই এ বিষয়টি সেখানেই থাকবে, সেখানেই সিদ্ধান্ত হবে।"
ডিবি কার্যালয়ে থেকে ফিরে কোটা সংস্কার আন্দোলনের ছয়জন সমন্বয়ক ফের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এ ব্যাপারে সরকার তাদের সঙ্গে কোনো আলোচনা করবে কিনা? সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, "সরকার কোনো সিদ্ধান্ত নিলে আপনাদের জানিয়ে দেয়া হবে।"