আওয়ামী লীগের সরকারের মন্ত্রী-এমপিরা কে কোথায়?
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে সোমবার (৫ আগস্ট) ঢাকায় লাখো ছাত্র-জনতার ঢল নামে। এমন পরিস্থিতিতে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়ে দেশ ছেড়েছেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বেলা আড়াইটার দিকে বঙ্গভবনে পদত্যাগপত্র জমা দিয়ে সেখান থেকেই একটি সামরিক হেলিকপ্টারে ভারতের উদ্দ্যেশে যাত্রা করেন শেখ হাসিনা। ছোট বোন শেখ রেহানা এ সময় তার সাথে ছিলেন। হেলিকপ্টারে শেখ হাসিনার সাথে আওয়ামী লীগের কোনো মন্ত্রী-এমপি ছিলেন না।
শেখ হাসিনা পদত্যাগের পরপরই গা ঢাকা দেন এতদিনের প্রভাবশালীরা। আওয়ামী লীগ সরকারের মন্ত্রী-এমপিরা কে কোথায় আছেন জানতে কয়েকজনকে ফোন দিয়েও পাওয়া যায়নি।
ধারণা করা হচ্ছে পরিবর্তিত পরিস্থিতিতে নিরাপদ আশ্রয়ে তারা গা ঢাকা দিয়েছেন তারা। পরিস্থিতি অনুকূলে আসা পর্যন্ত অপেক্ষা করবেন তারা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র-জনতার গণআন্দোলনের দুপুরে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা।
সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের খবর ছড়িয়ে পড়তেই সারা দেশে উল্লাস শুরু হয়। ঢাকার রাস্তা দখলে নিয়ে আনন্দ উল্লাস করে লাখো জনতা।
একটি সামরিক হেলিকপ্টারে করে ভারতের উদ্দেশ্যে যাত্রা করেন শেখ হাসিনা। এ সময় তার ছোট বোন শেখ রেহানাও ছিলেন।