গণঅভ্যুত্থানে নিহত পরিবারের মাঝে জামায়াতের আর্থিক অনুদান

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঠাকুরগাঁও
  • |
  • Font increase
  • Font Decrease

জামায়াতের আর্থিক অনুদান

জামায়াতের আর্থিক অনুদান

ঠাকুরগাঁওয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে চার শহীদ পরিবারের মাঝে আর্থিক অনুদান দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (২৪ আগস্ট) সকালে সদর উপজেলার ডিঙিডাঙী ভাউলারহাট মোড় এলাকায় চার শহীদের পরিবারের মাঝে এক লাখ টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়।

বিজ্ঞাপন

জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হাকিমের সভাপতিত্বে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশের শূরা সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি জেনারেল দেলাওয়ার হোসেন সাঈদী৷ এছাড়া জেলা জামায়াতের নায়েবি আমির অধ্যাপক বেলাল উদ্দীন আহমেদ, সেক্রেটারি আলমগীর হোসেন, সহকারী সেক্রেটারি কফিল উদ্দীন আহমেদ, শিবিরের কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক জাকির হোসেনসহ অন্যন্যা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আন্দোলন নিহতদের পরিবারের পাশে থাকা ও আহতদের চিকিৎসা খরচ দেওয়ার আশ্বাস দিয়েছেন জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখা।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ঠাকুরগাঁওয়ে গত ৫ আগস্ট আন্দোলন পরবর্তী সহিংসতায় আবু রায়হান, আল মামুন, আবু শাওন ও রকিবুল হাসান রকি শহীদ হোন। শহীদের পরিবারের সদস্যদের হাতে সহযোগিতা তুলে দেওয়া হয়।