‘সরকারি চাকরিতে থেকেও রাজনৈতিক আচরণকারীদের চিহ্নিত করা প্রয়োজন’

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ

সরকারি চাকরিতে থেকেও যারা রাজনৈতিক আচরণ করেছে তাদের চিহ্নিত করা প্রয়োজন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ।

সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ফ্যাসিবাদী শাসন দীর্ঘায়িত করার জন্য যারা বিভিন্নভাবে এই রাষ্ট্রকে বিনষ্ট করেছে, ব্যবহার করেছে তারা কারা? এবং যারা সরকারি চাকরিতে থেকে রাজনৈতিক নেতার মত আচরণ করেছে তাদের চিহ্নিত করা প্রয়োজন।

সালাউদ্দিন আহমেদ বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের সংবাদ পরিবেশন করা উচিত। যারা দীর্ঘ ১৫ বছর বিভিন্নভাবে দেশের সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। দেশের বিচার বিভাগ, আইন বিভাগ, মিডিয়াসহ সব জায়গায় ফ্যাসিবাদ রেখে গেছে সেই বিষয়ে আমাদের সোচ্চার হতে হবে। আমরা যেন মনোযোগ দেই যারা গুম, খুন ও অপহরণের সঙ্গে জড়িত ছিল, আয়নাঘরের সঙ্গে জড়িত ছিলো। যারা এই ফ্যাসিবাদী শাসন দীর্ঘায়িত করার জন্য সহযোগিতা করেছে তাদের মুখোশ উন্মোচন করা প্রয়োজন।

বিজ্ঞাপন

আজ পর্যন্ত কোন গুমের মুখোশ উন্মোচন হচ্ছে না। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে এক মাস হলো। কিন্তু এই সরকার গুম খুনের বিষয়ে কোন ব্যবস্থা নেয়নি।