‘বিএসএমএমইউ হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা দেয়া হয়নি’

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

‘বিএসএমএমইউ হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা দেওয়া হয়নি

‘বিএসএমএমইউ হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা দেওয়া হয়নি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আটক রাখা অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে কোনো চিকিৎসা দেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।

বিজ্ঞাপন

বুধবার (১১ সেপ্টেম্বর) রাতে খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাড়ে চার বছরে আজকে ৪৮৯তম দিন হাসপাতালে। গত ২১ আগস্ট হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসা হয়েছে। বাসায় থাকার পর পুনরায় তাকে গতকাল রাতে আবারও হাসপাতালে নেওয়া হয়েছে।

বিদেশে চিকিৎসার জন্য কবে নিয়ে যাওয়া এমন প্রশ্নের তিনি বলেন, খালেদা জিয়ার প্লেনে দীর্ঘ যাত্রা করার মতো শারিরীক অবস্থা নেই। কারণ বিমানে অবতরণ উড্ডয়ন কালীন যে নেগেটিভ প্রেশার প্রয়োজন তা এখনো হয়ে ওঠেনি।