বৃষ্টি উপেক্ষা করে বিএনপির স্মরণ সভায় নেতাকর্মীদের ঢল

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বিএনপির স্মরণ সভায় নেতাকর্মীদের ঢল/ছবি: বার্তা২৪.কম

বিএনপির স্মরণ সভায় নেতাকর্মীদের ঢল/ছবি: বার্তা২৪.কম


গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছে তাদের স্মরণে আয়োজন করা বিএনপি আয়োজিত সভায় বৃষ্টিকে উপেক্ষা করে দলটির নেতাকর্মীদের ঢল নেমেছে।

বিজ্ঞাপন

শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে তিনটা থেকে শহীদ মিনারের পাদদেশে এ স্মরণ সভার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সরেজমিনে দেখা যায়, এদিন স্মরণ সভায় যোগ দিতে ঢাকার বিভিন্ন স্থান থেকে দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা দলে দলে শহীদ মিনারে এসে উপস্থিত হচ্ছেন। এসময় নেতাকর্মীদের হাতে গণতন্ত্রের পুনরুদ্ধার করতে গিয়ে করা আন্দোলনে শহীদ হওয়াদের ব্যানার হাতে ছিলো। নেতাকর্মীদের কোন মিছিল বা স্লোগান দিতেও নিষেধ করা হচ্ছিলো।

জানা যায়, সমাবেশে বিগত ১৪-১৫ বছরে যারা গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন, পঙ্গু হয়েছেন, নির্যাতিত হয়েছেন তাদেরকে নিয়ে এই সমাবেশটি হবে। এই সমাবেশে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, আবৃত্তি, কবিতা পাঠের অনুষ্ঠান থাকবে।