ঠাকুরগাঁওয়ে যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঠাকুরগাঁও
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঠাকুরগাঁও জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

শনিবার (০৫ অক্টোবর) জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ‘মেয়াদোত্তীর্ণ হওয়ায় জাতীয়তাবাদী যুবদল ঠাকুরগাঁও জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। শিগগিরই উক্ত ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিন্ধান্ত অনুমোদন করেছেন।’

বিষয়টি রাত সাড়ে ১০টার দিকে নিশ্চিত করে ঠাকুরগাঁও জেলা বিএনপির দপ্তর সম্পাদক মামুনুর রশিদ বলেন, যেহেতু জেলা কমিটির মেয়াদ শেষ হয়েছে। সেহেতু কমিটি বিলুপ্ত করা সাধারণ একটি প্রক্রিয়া। বিশেষ করে যুবদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালি করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় কমিটি। আশা করি খুব শিগগিরই সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা হবে।

বিজ্ঞাপন