সাম্প্রদায়িক সম্প্রতির উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ: এজেড এম জাহিদ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনকারী দেশ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বুধবার (৯ অক্টোবর) দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি এই কথা বলেন। 

বিজ্ঞাপন

পরিদর্শন অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা এ জেড এম জাহিদ হোসেন বলেন, সনাতন ধর্মের লোকেরা যেমন ঈদে যান আমরা তেমন শুধু পূজায় আসি। এখানে এসে নারু বা অন্যান্য প্রসাদও খাই। আমরা একসাথে চলি, একসাথে চলেছি, একসাথে চলব।

জাহিদ হোসেন বলেন, এই দেশ আমার, আপনার। এই দেশ আমাদের। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, মারমা সবার বাংলাদেশ।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, তারেক রহমান সকলের পাশে দাড়ানোর নির্দেশ দিয়েছেন। এজন্য বিএনপির নেতারা দেশের সকলের পাশে আছে। মানুষের জীবনের নিরাপত্তায় তারেক রহমানের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করছি। সামনে প্রতি পার্বনসহ ৩৬৫ দিন বাংলাদেশে সাম্প্রদায়িকতামুক্ত উজ্জ্বল দৃষ্টান্ত ধরে রাখবে।

পরিদর্শনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।