দেশে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে গণঅভ্যুত্থান হয়েছে: সরোয়ার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক হুইপ অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেছেন, দেশে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে গণঅভ্যুত্থান হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, রাজনীতিবিদরা মিলেমিশে কাজ করে স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করবেন।

সোমবার ( ১৪ অক্টোবর) বরিশাল রিপোর্টার্স ইউনিটির আয়োজনে মিট দ্যা প্রেস অনুষ্ঠানে তিনি িএসব কথা বলেন।

বিজ্ঞাপন

সরোয়ার বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং দেশকে এগিয়ে নেওয়ার জন্য রাজনীতিবিদদের সঙ্গে সাংবাদিকদেরও হাত ধরে চলতে হবে।

অনুষ্ঠানে বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান স্বপন এবং সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাসহ সাংবাদিক ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন