‘৭১’র আ. লীগের ব্যর্থতার কারণে সুন্দর বাংলাদেশ গড়তে পারিনি’

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

১৯৭১ সালে স্বাধীনতার পরে নতুন বাংলাদেশের সম্ভাবনা সৃষ্টি হয়েছিল, যা আওয়ামী লীগের ব্যর্থতার কারণে নষ্ট হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর লেডিস ক্লাবে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

বিএনপি মহাসচিব বলেন, ১৯৭১ সালে স্বাধীনতার পরে নতুন বাংলাদেশের সম্ভবনা সৃষ্টি হয়েছিল, যা আওয়ামী লীগের ব্যর্থ নেতৃত্বের কারণে একটি সুষ্ঠু বাংলাদেশ গড়ে তুলতে পারেনি। এরপর গত ১৫ বছরে এই দলটি দেশটাকে ধ্বংস করে দিয়েছে। ছাত্র-জনতার আন্দোলনে যে বিজয় আসছে সেই বিজয়ের ধারাবাহিকতা আমরা যাতে এগিয়ে নিয়ে যেতে পারি সেই লক্ষ্য কাজ করবো।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বলেছেন দেশের পাহাড়ে সমতলে যারা বসবাস করে তারা সবাই বাংলাদেশি। তার ধারাবাহিকতায় আমাদের নেতা তারেক রহমান বলেছেন সংখ্যালঘু বলতে শব্দ নাই আমরা সবাই বাংলাদেশি। তিনি এও বলেছেন ধর্ম যার যার দেশটা সবার। গত ৫ আগস্ট দেশে পরিবর্তিত সময়ে যেই পরিবেশ সৃষ্টি হয়েছে চলুন আমরা সবাই মিলে দেশটাকে গড়ে তুলি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, আমার ছোট একটা প্রশ্ন? আমি যে এলাকায় বড় হয়েছি শাহাজাহানপুরে ঢাকার চারভাগের একভাগ এখানে বসবাস করে। এই এলাকায় কোন হিন্দুর বিএনপি নিয়ে কোন অভিযোগ নাই।

মির্জা আব্বাস বলেন, কয়েকদিন আগে দুর্গাপূজায় আমাদের দলের নেতারা মন্দির পাহাড়া দিয়েছেন। ইদানিং এমন কি হয়েছে মন্দির পাহাড়া দিতে হবে। আমার বয়স ৭৫ বয়স কখনো দেখি নাই মন্দির পাহাড়া দিতে। কোন মুসলিম মন্দির ভাঙতে পারে না। যারা মুসলমান না তারা মন্দির ভাঙে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সংখ্যালঘু বলে আমরা কিছু বিশ্বাস করি না, আমরা সবাই বাংলাদেশি। আমরা সবাইকে নিয়ে রংধনু বা রেইনবো নেশন করতে চাই। এইগুলো কোন স্লোগান নয়। এই কথাগুলোর উৎস জাতীয়বাদ থেকে।

আমীর খসরু বলেন, বিএনপি জাতীয়তাবাদ মৌলিক চেতনা থেকে আসছে। বিএনপির দর্শন চিন্তা ভাবনা নিয়ে কারো কোন প্রশ্ন করার সুযোগ নাই। জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের দর্শন দিনের আলোর মত পরিষ্কার। আমাদের বুঝতে হবে ধর্মকে মূলধন করে অনেকে নেতা হয়ে যাচ্ছে। জাতির মধ্যে বিরোধ সৃষ্টি করে দলকে লাভবান করছে।