জাতীয় পার্টির রাজনীতি করার অধিকার নেই

  • ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ফ্যাসিবাদ বিরোধী ছাত্র, শ্রমিক, জনতার সদস্যরা

ফ্যাসিবাদ বিরোধী ছাত্র, শ্রমিক, জনতার সদস্যরা

আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টির রাজনীতিক অতৎপরতা ও দেশ বিরোধী চক্রান্ত এই দেশে হবে না এবং তাদের রাজনীতি করার অধিকার নাই বলে এমন মন্তব্য করেন ফ্যাসিবাদ বিরোধী ছাত্র, শ্রমিক, জনতার সদস্যরা।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে মশাল মিছিলে এমন বক্তব্য দেন ছাত্র, শ্রমিক, জনতার সদস্যরা।

বিজ্ঞাপন

এসময় বক্তারা বলেন, আপনারা জানেন আওয়ামী লীগ সরকার জুলাই মাসে সারা দেশে গণহত্যা চালিয়েছে। তাদের সন্ত্রাসী অঙ্গসংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হলেও জাতীয় পার্টি আওয়ামী লীগ দোসরদের পুর্নবাসিত করার চেষ্টা করছে। বাংলার মুক্তিকামী জনতা তা কখনোই মেনে নেবে না।

জুলাই বিপ্লবে আহত রনি আহমেদ বলেন, একটি মহল আওয়ামী লীগ সরকারকে আবার দেশে আনার পায়তারা করছে। আমরা তাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, রক্ত অনেক দিয়েছি। আমাদের আবার রাজপথে ফিরতে বাধ্য করবেন না। জাতীয় পার্টি শুরু থেকেই আওয়ামী লীগকে সাপোর্ট দিয়েছে। ফ্যাসিস্ট হাসিনা চলে গেছে কিন্তু তার দোসররা এখনো রয়ে গেছে। জাতীয় পার্টি যদি ফ্যাসিস্টদের পুর্নবাসন করার চেষ্টা করে তাদের বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে।

বিজ্ঞাপন

এসময় ছাত্র, জনতা, শ্রমিকের সদস্যরা মশাল মিছিল নিয়ে জাতীয় পার্টির অফিসের দিকে যাত্রা করেন।