আ.লীগকে বাতিল করার সবচেয়ে সহজ মাধ্যম নির্বাচন: আমীর খসরু
আওয়ামী লীগকে বাতিল করার সবচেয়ে সহজ মাধ্যম নির্বাচন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
সোমবার (১১ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রাম শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগকে যদি রাজনৈতিকভাবে বাতিল করতে হয়, সেটা নির্বাচনের মাধ্যমে বাতিল করা সবচেয়ে সহজ। এবং সেই বাতিল হবে স্থায়ী বাতিল, অন্য বাতিল কিন্তু কাজ করে না। অন্য ধরনের বাতিলে গেলে সে বাতিল সাময়িক কাজ করবে তবে দীর্ঘমেয়াদি হবে না। আওয়ামী লীগকে জনগণ যখন বাতিল করবে সেটিই হচ্ছে আসল বাতিল। আমাদের ওই দিকে যেতে হবে।
তিনি বলেন, সবার অধিকার সমুন্নত রেখে আগামীর বাংলাদেশ গড়তে হবে। কারণ আমরা তো অধিকারের জন্য লড়াই করেছি, জীবন দিয়েছি, জেলে গিয়েছি। সেই অধিকার কেড়ে নেওয়ার কারো ক্ষমতা নেই।