বিয়ের প্রলোভনে তরুণীর সঙ্গে প্রতারণা, ছাত্রদল নেতা বহিষ্কার
গাজীপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দুই বছর এক তরুণীর সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপন ও টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে ছাত্রদল নেতাকে বহিষ্কার করেছে দলের কেন্দ্রীয় কমিটি।
মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন এই বহিষ্কারাদেশ অনুমোদন করেন। পরে ছাত্রদলের ব্যবহৃত প্যাডে সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারাদেশ প্রকাশ করে দলটি।
বহিষ্কৃত ছাত্রদল নেতা হলেন, গাজীপুর জেলাধীন কালিয়াকৈর পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক সারোয়ার হোসেন হৃদয়। তিনি কালিয়াকৈর পৌরসভার ৫ নং ওয়ার্ড ডাইনকিনি এলাকায় যুবদল নেতা জিয়ারত আলীর ছেলে।
প্রসঙ্গত, প্রায় দুই বছর ধরে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বলিভদ্র এলাকার বাসিন্দা আব্দুর রহমানের মেয়ে তাবাচ্ছুম আক্তারের সাথে সম্পর্কে জড়ান বহিষ্কার হওয়া ছাত্রদল নেতা হৃদয়। বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় আর্থিক সহযোগিতাসহ রাজনৈতিক মামলায় নিজেকে নিরাপদ রাখতে ওই তরুণীর বাড়িতেই থাকতেন হৃদয়। তাদের মধ্যে একাধিকবার অনৈতিক সম্পর্কও হয়। এক পর্যায়ে গত ৫ আগস্ট হাসিনা সরকার পতনের পর ওই মেয়েকে বিবাহ করতে অস্বীকার জানায় ছাত্রদল নেতা হৃদয়। এ নিয়ে হৃদয় ও তার পরিবার ওই তরুণীকে মারধর করে। এক পর্যায়ে তাকে একাধিকবার ধর্ষণ করে বলে অভিযোগ তোলে ভুক্তভোগী তরুণী আদালতে ধর্ষণ মামলা দায়ের করে। পরে বিষয়টি দলীয় ঊর্ধ্বতন নেতাদের দৃষ্টিগোচর হলে দলীয় শৃঙ্খলা ভঙ্গ বলে গণ্য হয়। পরে দলীয় ভাবেই তাকে বহিষ্কার করা হয়।
ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন।