মানুষের প্রত্যাশা পূরণে নেতাকর্মীদের প্রস্তুত হতে বললেন তারেক রহমান

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গুম-খুন, হামলা-মামলাসহ নানা অত্যাচার নির্যাতনের শিকার হওয়ার পরও জনগণ দলের কাছে প্রত্যাশা রাখায় সেই প্রত্যাশা পূরণের জন্য নেতাকর্মীদের প্রস্তুত হতে নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। 

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় কুমিল্লার ফান টাউন পার্ক মিলনায়তনে বিএনপির রাষ্ট্র সংস্কারে ঘোষিত '৩১ দফা ও জনসম্পৃক্তি' শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, শুধু নিজের কথা ভাবলে হবে না। আসুন আমরা দেশ ও মানুষের কথা ভাবি। জীবনে বেচে থাকার জন্য যা প্রয়োজন আমরা সেটুকু করি বাকি সময়টুকু মানুষ এবং দেশের জন্য ব্যয় করি তাহলে মানুষের মধ্যে চিরস্মরণীয় হয়ে থাকবেন।

বিএনপির উপর এদেশের অধিকাংশ মানুষ আস্থা রাখে, বিশ্বাস রাখে মন্তব্য করে তারেক রহমান বলেন, এই যে মানুষের আস্থা ও বিশ্বাস আমাদের উপর বা প্রতি এইটিকে ধরে রাখার দায়িত্বও কিন্তু আমাদের। এইটিকে ধরে রাখার দায়িত্ব কিন্তু জনগণের না। বিএনপির একজন নেতা বা কর্মী হিসেবে এটা ধরে রাখার দায়িত্ব আপনার। আপনার উপর মানুষ আস্থা রেখেছে। এই আস্থাটা যদি ধরে রাখতে হয় তাহলে আপনার চলন-বলনে, কথা-বার্তায় এমন কিছু থাকতে হবে যে কারণে মানুষ আমাদের উপর আস্থা রাখবে, আমাদের উপর ভরসা রাখবে।

বিজ্ঞাপন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আপনার উঠাবসা, চলনে, বলনে যদি এমন কিছু থাকে যে কারণে মানুষ বিএনপির উপর আস্থা রাখবে না তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত প্রথমে আপনি হবেন, এরপর আপনার এলাকার দল হবে এবং সামগ্রিকভাবে এটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা জ্বরের মত, একবার পরিবারের কারো হাঁচি-কাশি হলে যেমন সবার হতে থাকে ঠিক এটাও এরকম।

নেতাকর্মীদের উদ্দেশ্য করে বিএনপির দ্বিতীয় প্রধান এই নেতা বলেন, আপনারা প্রত্যেকে বিএনপির এম্বাসেডর। আপনাদের দেখে মানুষ বুঝবে বিএনপি কি? তাই দয়া করে নিজেদেরকে পরিবর্তন করুন। মানুষের প্রত্যাশা অনুযায়ী উঠা-বসা, কথা-বার্তা, চলা-ফেরা দয়া করে করুন। কারণ এই যে মানুষের প্রত্যাশা এটাকে ধরে রাখতে হবে আপনি, আমি আমাদের সকলের ঐকান্তিক প্রচেষ্ঠার মাধ্যমে।