৫ আগস্টের পর আ.লীগ'র অনেকে বিএনপি হয়ে গেছে: শামা ওবায়েদ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, ৫ আগস্টের পর আওয়ামী লীগের অনেকেই এখন বিএনপি হয়ে গেছে। হাসিনা পালিয়ে যাওয়ার পর অনেক নতুন বিএনপির জন্ম হয়েছে। আওয়ামী লীগের অনেক নেতাকর্মী এখন বিএনপিতে এসে মিশতে চায়।

রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে রাজবাড়ী জেলা বিএনপির কার্যালয়ে কাউন্সিল উপলক্ষে প্রস্তুতি সভার বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

তিনি বলেন, বিগত ১৭ বছর আমাদের অনেক নেতাকর্মী নির্যাতিত হয়েছেন, গুলি খেয়েছেন। যে সকল নেতাকর্মীরা দলের বিপদের সময় তারেক রহমানের পাশে থেকে, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন-কর্মসূচিতে অংশ নিয়েছেন, সেই সকল তৃণমূলের নেতাকর্মীকে ভুলে গেলে আমাদের চলবে না। তারেক রহমান তাদের মূল্যায়ন করবেন।

শামা ওবায়েদ আরও বলেন, সমঅধিকার নিয়ে সবাই বাঁচবে এই স্বপ্ন আমাদের দেখিয়েছেন তারেক রহমান। হাসিনা দেশকে যে ধ্বংসস্তুপে ফেলে রেখে গেছেন এখান থেকে বাংলাদেশকে উন্নয়নশীলে দেশে রূপান্তরিত করতে হলে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করতে হবে আমাদের। বিএনপির প্রতিটি নেতাকর্মীকে শহীদ জিয়ার সৈনিক হতে হবে।

বিজ্ঞাপন

রাজবাড়ী জেলা বিএনপির কাউন্সিলের সফলতা কামনা করে তিনি উপস্থিত দলীয় নেতাকর্মীর উদ্দেশ্যে বলেন, রাজবাড়ী জেলা বিএনপিকে শক্তিশালী করতে হলে তৃণমূল থেকে আমাদের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হতে হবে। রাজবাড়ী হবে ধানের শীষের ঘাঁটি। খালেদা জিয়ার ঘাঁটি, তারেক রহমানের ঘাঁটি।

রাজবাড়ী জেলা বিএনপি আহ্বায়ক এ্যাডভোকেট লিয়াকত আলী বাবুর সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ- সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান, সহ -সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রিয় কমিটির সহ- সভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ন আহবায়ক এ্যাডভোকেট. আসলাম মিয়া, জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট কামরুল আলম,যুগ্ন আহবায়ক রেজাউল করিম চৌধুরী পিন্টু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন।