সরকার মাত্র ২ জন টোকাই ধরেছে: মির্জা আব্বাস

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

বক্তব্য দিচ্ছেন মির্জা আব্বাস, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

বক্তব্য দিচ্ছেন মির্জা আব্বাস, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

দুর্নীতির বিরুদ্ধে চলমান শুদ্ধি অভিযান প্রসঙ্গে আওয়ামী লীগের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘মাত্র দু’জনকে ধরলেন। এদেরকে আমি চুনোপুঁটিও বলি না, টোকাই বলি। টোকাইদের পকেট থেকে যদি এত টাকা বের হয়, তাহলে আপনাদের রাঘব বোয়ালদের পকেট থেকে কত টাকা বের হবে?’

মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী কৃষক দল এ মানববন্ধনের আয়োজন করে।

বিজ্ঞাপন

মির্জা আব্বাস বলেন, ‘এ সরকার রাতের অন্ধকারের সরকার। আপনারা আজ পুরো বিএনপিকে গ্রাস করার চেষ্টা করছেন। বিএনপি হলো একটি দেশপ্রেমিক দল। প্রধানমন্ত্রী বলেছেন, টাকার হিসাব নাকি সবাইকে দিতে হবে। ২০০৬ সালের পর থেকে ওই দুদকের অফিস আর কোটকাচারিতে হিসাব দিতে দিতে জান শেষ। আমরা তো হিসাব দিয়েই যাচ্ছি, এখন আপনাদের হিসাবটুকু দেন না।’

‘এদেশের মানুষ খালেদা জিয়ার মুক্তির অপেক্ষায় আছে। আর এটাই সরকারের ভয়ের কারণ। নেত্রী অসুস্থ, মানবিক কারণে তিনি মুক্তি পেতে পারেন, চিকিৎসা পেতে পারেন। উনাকে চিকিৎসার জন্যও কোনো সুযোগ দেওয়া হচ্ছে না। অন্যদিকে তারা এ দেশের পরবর্তী রাষ্ট্রপ্রধান যিনি হবেন- তারেক রহমান, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন,’ যোগ করেন তিনি।

তিনি বলেন, ‘এদেশের মানুষ মনে করে, এখন দেশে যে অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, দেশের ভেতরে-বাইরে, আন্তর্জাতিকভাবে যে অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা একমাত্র খালেদা জিয়াই সামাল দিতে পারেন। কোনো অনৈতিক সরকার এটা সামাল দিতে পারবে না।’

কৃষক দলের সদস্য এসকে সাদীর সঞ্চালনায় মানববন্ধনে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, চেয়ারপার্সনের উপদেষ্টা সৈয়দ মেহেদী আহমেদ রুমী, আবুল খায়ের ভূইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদসহ অনেকে বক্তব্য দেন।