এলডিপিতে ভাঙন, অলিকে বাদ দিয়ে নতুন কমিটি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

জাতীয় প্রেসক্লাবে আহ্বায়ক কমিটি ঘোষণা করেন শাহাদাত হোসেন সেলিম

জাতীয় প্রেসক্লাবে আহ্বায়ক কমিটি ঘোষণা করেন শাহাদাত হোসেন সেলিম

কর্নেল (অব.) অলি আহমেদকে বাদ দিয়ে দলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছেন শাহাদাত হোসেন সেলিম। এর ফলে ভাঙল অলি আহমদের নেতৃত্বধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। 

সোমবার (১৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বায়ক কমিটির ঘোষণা দেন।

বিজ্ঞাপন

আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন- আব্দুল গণি, এম আবুল বাসার, সৈয়দ ইব্রাহিম রওনক, তৌহিদুল আনোয়ার ও কাজী মতিউর রহমান।

প্রসঙ্গত, এর আগে গত ৯ নভেম্বর রাতে এলডিপির নতুন কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে অলি আহমদ সভাপতি ও রেদোয়ান আহমেদ মহাসচিব হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। নতুন কমিটিতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইব্রাহিম রওনক, তৌহিদুল আনোয়ার বাদ পড়েন। এর আগে অলির নেতৃত্বাধীন কমিটি থেকে বেরিয়ে আসেন প্রেসিডিয়াম সদস্য আব্দুল গণি, সাংগঠনিক সম্পাদক এম আবুল বাসার ও দফতর সম্পাদক কাজী মতিউর রহমান। এছাড়া, গত ২৬ জুন দলের প্রেসিডিয়াম সদস্য পদ থেকে পদত্যাগ করেন আবদুল করিম আব্বাসী।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে আহ্বায়ক কমিটির সদস্য সচিব শাহাদাত হোসেন সেলিম বলেন, ‘সম্প্রতি সম্পূর্ণ অগঠনতান্ত্রিকভাবে দলের নির্বাহী কমিটি থেকে আমাদের বাদ দেওয়া হয়েছে। কিন্তু প্রতিষ্ঠালগ্ন থেকে আমরা দলের সঙ্গে সম্পৃক্ত ছিলাম।

সংবাদ সম্মেলনে আহ্বায়ক কমিটির নেতারা উপস্থিত ছিলেন।