দেশের মানুষের কোথাও শান্তি নাই: সালাম

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

জাতীয় প্রেসক্লা‌বে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম

জাতীয় প্রেসক্লা‌বে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম ব‌লেছেন, দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি করে দেশের জনগণকে বিপদে ফেলেছে সরকার। আর সিন্ডিকেট করে সব চুরি করছে। দেশের মানুষের কোথাও শান্তি নাই।

তিনি বলেন, সরকার পেঁয়াজ, লবণ, তেল, ভোট ও গণতন্ত্র চোর। তাই এই চোর সরকারের হাত থেকে দেশকে বাঁচাতে হলে বেগম খালেদা জিয়াকে মুক্ত, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা এবং আন্দোলন করে এই সরকারকে পতন করতে হবে।

বিজ্ঞাপন

বৃহস্প‌তিবার (২১ ন‌ভেম্বর) জাতীয় প্রেসক্লা‌বের সাম‌নে দেশনেত্রী বেগম খালেদা জিয়া-সহ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে তি‌নি এসব কথা ব‌লেন। এ মানববন্ধনের আয়োজন করে জাতীয়তাবাদী জনতা দল।

আব্দুস সালাম বলেন, বর্তমান অবৈধ সরকার বিনা ভোটে নির্বাচিত কিন্তু তারা সকাল থেকে বিকেল পর্যন্ত বলে নির্বাচন সুষ্ঠু হয়েছে। এই একটা মিথ্যা ঢাকার জন্য হাজারও লক্ষ-কোটি মিথ্যা বলছে। রাস্তাঘাটে চলাফেরা করতে শান্তি নাই। দ্রব্যমূল্য কেনাকাটায় শান্তি নাই। শান্তি মত করে ঘুমাবে সেটাও নাই।

বিজ্ঞাপন

বেগম খালেদা জিয়ার এ উপদেষ্টা বলেন, সবকিছুর দাম বেড়েছে এটা শুধু বিএনপি বা খালেদা জিয়ার সমস্যা না এটা সারা দেশের জনগণের সমস্যা। এই সমস্যার সমাধান করতে হলে দেশের জনগণকে এগিয়ে আসতে হবে। শুধুমাত্র একটি দল একক চেষ্টায় এই সমস্যার সমাধান করতে পাবরে না।

তিনি আরও বলেন, এই সরকার বেগম খালেদা জিয়াকে কারাগারে আটক করে রেখেছে। কারণ তিনি বাইরে থাকলে জনগণের পাশে দাঁড়াবেন। আন্দোলন করে জনগণের অধিকার ফিরিয়ে আনবেন তার জন্য তাকে কারাগারে আটক করে রাখা হয়েছে।

সংগঠনের সভাপতি মো. শহীদুল ইসলাম তালুকদারের সভাপ‌তি‌ত্বে ও সাধারণ সম্পাদক মো. রায়হানুল ইসলাম রাজু সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন, মৎস্যজীবী দলের যুগ্ন আহবায়ক অধ্যক্ষ সেলিম মিয়া, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি'র সহ-সভাপতি ফরিদ উদ্দিন, কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার, কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।