কাউন্সিলর পদে নৌকার মনোনয়ন ফরম বিতরণ চলছে

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

মনোনয়ন ফরম কিনছেন কাউন্সিলরা

মনোনয়ন ফরম কিনছেন কাউন্সিলরা

আসন্ন ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থন প্রত্যাশীদের মনোনয়ন ফরম বিতরণ চলছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টা থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় সমর্থনের আবেদনপত্র বিতরণ শুরু হয়।

বিজ্ঞাপন

সকাল থেকে কাউন্সিলর নির্বাচনে নৌকার সমর্থন প্রত্যাশীদের উৎসাহ উদ্দীপনা নিয়ে ফরম কিনতে দেখা গেছে।

মনোনয়ন ফরম কিনতে মিছিল নিয়ে আসছেন কাউন্সিলরা

সকাল সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জন্য ৬০ জন সমর্থন প্রত্যাশী ও উত্তর সিটি করপোরেশনের ২৫ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

বিজ্ঞাপন

সকালে আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, কাউন্সিলর নির্বাচনে কোনো প্রার্থীকে দলীয় মনোনয়ন দেওয়া হবে না। তবে দলীয় শৃঙ্খলা রক্ষার স্বার্থে চূড়ান্ত প্রার্থীকে সমর্থন দেওয়া হবে।

জানা গেছে, ২৭ ডিসেম্বর শুক্রবারও সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ হবে। আবেদনপত্রের মূল্য দশ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ২৭ ডিসেম্বরের মধ্যে মনোনয়ন ফরম পূরণ সাপেক্ষে জমা দিতে হবে।