বিশ্ব ইজতেমার সার্বিক সাফল্য কামনা করেছেন মির্জা ফখরুল

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ফখরুল (বাঁয়ে), ইজতেমার জন্য প্রস্তুত তুরাগ পাড়

ফখরুল (বাঁয়ে), ইজতেমার জন্য প্রস্তুত তুরাগ পাড়

টঙ্গীতে তুরাগ নদীর পাড়ে মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ বিশ্ব ইজতেমা শুরু হচ্ছে শুক্রবার (১০ জানুয়ারি)। বিশ্ব ইজতেমার সার্বিক সাফল্য কামনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ব ইজতেমার সাফল্য কমনা করেন ফখরুল।

বিজ্ঞাপন

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশ-বিদেশ থেকে ইজতেমা ময়দানে আসা লাখ লাখ মুসলমান যাতে নির্বিঘ্নে নামাজ, জিকির-আজগার করতে পারেন, সেজন্য মহান আল্লাহর দরবারে মোনাজাত করেন ফখরুল।

ফখরুল বলেছেন, বিশ্ব ইজতেমা ধর্মপ্রাণ মুসলমানদের আত্মিক উন্নতি সাধনের এক অনন্য সম্মিলন। মোমিন মুসলমানদের এ ঐতিহাসিক জমায়েতে আমি বিশ্ব মুসলমানের নিরাপত্তা, কল্যাণ ও শান্তির জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি।