শহীদ দিবসে খালেদার সঙ্গে দেখা করতে চায় পরিবার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

খালেদা জিয়া, ছবি: সংগৃহীত

খালেদা জিয়া, ছবি: সংগৃহীত

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আগামী একুশে ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে চায় পরিবার। এজন্য দেখা করার অনুমতি চেয়ে কারা কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন স্বজনরা। তবে এখনো অনুমতি দেয়নি কারা কর্তৃপক্ষ।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) কারা কর্তৃপক্ষ বরাবর চিঠি দেওয়া হয়।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বলেন, খালেদা জিয়ার সঙ্গে দেখার করার অনুমতি চেয়ে চিঠি দেয়া হয়েছে। কিন্তু এখনো (২০ ফেব্রুয়ারি) কারা কর্তৃপক্ষ কিছু জানায়নি। কোনো ধরনের আশ্বাসও দেয়নি। অনুমতি দেবে কি না তা নিশ্চিত না।

কারা কর্তৃপক্ষের কাছে পাঠানো চিঠিতে বলা হয়, কারান্তরীণ খালেদা জিয়া বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন। গত ১১ ফেব্রুয়ারি কয়েকজন আত্মীয়-স্বজন তার সঙ্গে দেখা করেন। আগামী একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কয়েকজন আত্মীয়-স্বজন পুনরায় দেখা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।

বিজ্ঞাপন