ডা. জাফরুল্লাহর রোগমুক্তি কামনায় ফখরুল

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ফখরুল (বাঁয়ে) ও জাফরুল্লাহ, ছবি: সংগৃহীত

ফখরুল (বাঁয়ে) ও জাফরুল্লাহ, ছবি: সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর রোগমুক্তি কামনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৬ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, দেশের বরেণ্য বিশিষ্ট মুক্তিযোদ্ধা, চিকিৎসক ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আমি তার আশু রোগমুক্তি কামনা করছি।

বিজ্ঞাপন

ফখরুল বলেন, এছাড়া অন্য যারা করোনায় আক্রান্ত হয়েছেন, তাদেরও আশু রোগমুক্তি কামনা করছি। করোনায় আক্রান্ত হয়ে ইতোমধ্যে যেসব চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, গণমাধ্যম কর্মী, রাজনীতিক ও বিশিষ্ট ব্যবসায়ী মৃত্যুবরণ করেছেন, তাদের প্রতি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।

জনগণের প্রতি আহ্বান জানাই, আপনারা ঘরে থাকুন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া স্বাস্থ্যবিধি মেনে চলুন, বিবৃতিতে যোগ করেন বিএনপির মহাসচিব।