জিয়ার আদর্শকে হত্যা করা যায়নি: রিজভী

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশি-বিদেশি ষড়যন্ত্র করে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করলেও তার আদর্শকে হত্যা করা যায়নি বলে জানিয়েছেন দলটি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার ( ১৭ জুন) রাজধানীর শ্যামলী মোড়ে মোহাম্মদপুর ছাত্রদল আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে খাদ্য বিতরণকালে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

এ সময় রিজভী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজের জীবন উৎসর্গ করে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও দেশকে আত্মনির্ভরশীল করে গেছেন। অল্প সময়ের মধ্যে এমন কোনো সেক্টর নাই যে তিনি উন্নয়ন করেন নি। এজন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র করে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করেছে। তবে তার আদর্শকে হত্যা করা যায়নি।

তিনি আরো বলেন, তার (জিয়াউর রহমান) সততা দেশপ্রেম মানুষ ভুলে যায়নি। তার অবদান মানুষ কোনোদিন ভুলবে না, সারা জীবন স্মরণ করবে।

বিজ্ঞাপন