করোনাকালে ২ কোটির বেশি মানুষকে সহায়তা করেছে বিএনপি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

করোনাকালে বিএনপি'র ত্রাণ বিতরণ/ছবি: সংগৃহীত

করোনাকালে বিএনপি'র ত্রাণ বিতরণ/ছবি: সংগৃহীত

করোনাকালে ৫৪ লাখের অধিক পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছে বিএনপি। এক পরিবারে গড়ে ৪ জন করে সদস্য ধরা হলে, ২ কোটি মানুষ ত্রাণ সহায়তায় উপকৃত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) জাতীয় করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ সেলের সংবাদ সম্মেলনে এ তথ্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও করোনা পর্যবেক্ষণ সেলের আহ্বায়ক ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপির ভাইস-চেয়ারম্যান বিএনপি ও করোনা সেলের সমন্নয়ক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, ছাত্র দলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল প্রমুখ।

২০ মার্চ হতে ২৪ জুন পর্যন্ত সারাদেশে বিএনপি নেতৃবৃন্দের প্রত্যক্ষ, পরোক্ষ অংশগ্রহণে অসহায় দুস্থ মানুষের মধ্যে খাদ্য বিতরণ করেছেন। এ সময় ৫৪ লাখ ১২ হাজার ৪১৬ পরিবারকে সহযোগিতা করা হয়। এই সহযোগিতার আওতায় মোট ২ কোটি ১৬ লাখ ৪৯ হাজার ৬৬৪ জন মানুষ উপকৃত হয়েছে।

বিএনপি দেয়া তথ্য বলছে, রংপুর বিভাগ ২ লাখ ৩২ হাজার ৩৪৯টি পরিবারকে ত্রাণ দেয়া হয়। যার মধ্যে প্রায় ৯ লাখ ২৯ হাজার ৩৯৬ জন উপকৃত হন। রাজশাহী বিভাগ ৫ লাখ ৩৮ হাজার ৮৬১টি পরিবারকে ত্রাণ দেয়া হয়। এতে ২১ লাখ ৫৫ হাজার ৪৪৪ জন উপকৃত হন। খুলনা বিভাগ ৪ লাখ ৫৪ হাজার ২৯২ পরিবারকে ত্রাণ দেয়া হয়। এতে ১৮ লাখ ১৭ হাজার ১৬৮জন উপকৃত হন। বরিশাল বিভাগ ১ লাখ ৭৭ হাজার ২০০ পরিবারকে ত্রাণ দেয়া হয়। এতে ৭ লাখ ৪ হাজার ৪০০ জন উপকৃত হন। ময়মনসিংহ বিভাগ ৩ লাখ ৯ হাজার ১৬৬ পরিবারকে ত্রাণ দেয়া হয়। এতে ১২ লাখ ৩৬ হাজার ৬৬৪ জন উপকৃত হন। ঢাকা বিভাগ ১০ লাখ ৬২ হাজার ৯৮৮ পরিবারকে ত্রাণ দেয়া হয়। এতে ৪২ লাখ ৫১ হাজার ৯৫২ জন উপকৃত হন। ফরিদপুর বিভাগ ৯৫ হাজার ৩৫০ পরিবারকে ত্রাণ দেয়া হয়। এতে ৩ লাখ ৮১ হাজার ৪০০ জন উপকৃত হন। সিলেট বিভাগ ২ লাখ ৭৯ হাজার ৯৭৩ পরিবারকে ত্রাণ দেয়া হয়। এতে ১১ লাখ ১৯ হাজার ৮৯২ জন উপকৃত হন। কুমিল্লা বিভাগ ৪ লাখ ৮৯ হাজার ১১৯ পরিবারকে ত্রাণ দেয়া হয়। এতে ১৯ লাখ ৫৬ হাজার ৪৭৬ জন উপকৃত হন। চট্টগ্রাম বিভাগ ৯ লাখ ২২ হাজার ৭৩২ পরিবারকে ত্রাণ দেয়া হয়। এতে ৩৬ লাখ ৯০ হাজার ৯২৮ জন উপকৃত হন।

এছাড়াও ড্যাব, জিয়াউর রহমান ফাউন্ডেশন ও দলের নেতৃবৃন্দ কয়েক লাখ মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সাবান ও পিপি বিতরণ করেছেন। পাশাপাশি ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে করোনা রোগীদের অনলাইনে স্বাস্থ্যসেবা অব্যাহত রয়েছে। পাশাপাশি করোনা আক্রান্ত চিকিৎসকদের বাসায় বাসায় স্বাস্থ্য সেবা কার্যক্রম শুরু করেছে ড্যাব ও জিয়াউর রহমান ফাউন্ডেশন।