জাপার বার্ষিক আয় ১ কোটি ৯৬ লাখ টাকা
২০১৯-২০ অর্থ বছরে জাতীয় পার্টি ১ কোটি ৯৬ লাখ ২২ হাজার ৫৪৫ টাকা আয় করেছে। আর একই সময়ে ব্যয় হয়েছে ১ কোটি ৭৬ লাখ ৯৯ হাজার ৫৭০ টাকা।
জাতীয় পার্টির বার্ষিক নিরীক্ষা প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। মঙ্গলবার (২১ জুলাই) দুপু্রে নির্বাচন কমিশনে এ নিরীক্ষা প্রতিবেদন জমা দেয়া হয়েছে।
দলীয় চাঁদা, বিশেষ চাঁদা এবং বিভিন্ন নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম বিক্রি, প্রাথমিক সদস্য ফরম বিক্রি, সদস্যপদ নবায়ন এবং প্রকাশনা বিক্রি থেকে উল্লেখিত পরিমাণ আয় হয়েছে বলে বার্তা২৪.কমকে জানিয়েছেন প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়া।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে প্রতিনিধি দল নির্বাচন কমিশনে এ হিসাব বিবরণী জমা দেন। প্রতিনিধি দলে ছিলেন যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, ফখরুল আহসান শাহজাদা, যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম।